কোরআন অবমাননায় পর্যটককে ‘জীবন্ত পুড়িয়ে হত্যা’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
কোরআন অবমাননার অভিযোগে পাকিস্তানে এক পর্যটককে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় সোয়াত জেলার মাদিয়ানে ঘটেছে এ ঘটনা। সোয়াতের পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তিনি পাঞ্জাবের শিয়ালকোটের পর্যটক। তার বিরুদ্ধে কোরআন অবমানবার অভিযোগ আনা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা আল জাজিরাকে বলেন, মাদিয়ানের প্রধান মার্কেটে আমাদের পুলিশের একটি দল ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে জনতা ওই ব্যক্তিকে তাদের হাতে ছেড়ে দিতে বলে।
তিনি বলেন, শত শত মানুষ মাদিয়ান পুলিশ স্টেশনের বাইরে জড়ো হয় এবং ওই ব্যক্তিকে ছিনিয়ে নেয়। এরপর ওই ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়।
সোয়াতের ঊর্ধতন পুলিশ কর্মকর্তা জাহিদ উল্লাহ খান গণমাধ্যমে বলেন, জনতা পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়।