ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কোটা সংস্কার আন্দোলনকারী ১৩২ জনের বিরুদ্ধে মামলা

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেয়নি পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) শহরের কলেজ মোড়ে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে বুধবার (১৭ জুলাই) রাতে ১৩২ আন্দোলনকারী শিক্ষার্থীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মেহেদি হাসান জানান, শহরের কয়েকটি আন্দোলনস্থলের কাছ থেকে বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে পুলিশ। নাশকতার কারণে এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১২০ জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলার পর আইয়ুব আলী, আলমগীর কবীর ও রাহুল হাসান নামে তিন আসামীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আইয়ুব আলী জামায়াতের রোকন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওসি জানান, এর আগেও কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া আরো দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও আন্দোলকারীরা জানান, বৃহস্পতিবার শহরের কলেজ মোড়ে আন্দোলকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল। কিন্তু সেখানে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

ওসি মেহেদী হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আন্দোলনকারীদের কর্মসূচি পালন করতে দেয়া হয় নি। কলেজ মোড় থেকে যাদের আটক করা হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোটা সংস্কার আন্দোলনকারী ১৩২ জনের বিরুদ্ধে মামলা

সংবাদ প্রকাশের সময় : ০১:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেয়নি পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) শহরের কলেজ মোড়ে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে বুধবার (১৭ জুলাই) রাতে ১৩২ আন্দোলনকারী শিক্ষার্থীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মেহেদি হাসান জানান, শহরের কয়েকটি আন্দোলনস্থলের কাছ থেকে বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে পুলিশ। নাশকতার কারণে এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১২০ জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলার পর আইয়ুব আলী, আলমগীর কবীর ও রাহুল হাসান নামে তিন আসামীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আইয়ুব আলী জামায়াতের রোকন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওসি জানান, এর আগেও কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া আরো দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও আন্দোলকারীরা জানান, বৃহস্পতিবার শহরের কলেজ মোড়ে আন্দোলকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল। কিন্তু সেখানে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

ওসি মেহেদী হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আন্দোলনকারীদের কর্মসূচি পালন করতে দেয়া হয় নি। কলেজ মোড় থেকে যাদের আটক করা হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।