কেরানীগঞ্জে ব্যাংকে ঢুকে গ্রাহকদের জিম্মি, ৩ ডাকাতের আত্মসমর্পণ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকে গ্রাহকদের জিম্মি করা তিন ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।
আরও পড়ুন : কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতের হাতে জিম্মি গ্রাহকরা, ঘিরে রেখেছে র্যাব-পুলিশ
র্যাব-১০ থেকে সংবাদমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন তিন ডাকাত। সেই তিনজন আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
ঘটনাস্থলে একজন র্যাব কর্মকর্তা বলেন, ভেতরে তিনজন ডাকাত ছিলেন। তারা আত্মসমর্পণ করেছে। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আলোচনার মাধ্যমে এই নাটকের অবসান ঘটেছে।
এদিকে, তিন ডাকাতের আত্মসমর্পণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংক ভবনে প্রবেশ করেছে। তার সেখানে জিম্মি দশা থেকে মুক্ত লোকজনের সঙ্গে কথা বলছেন।
এর আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে। ডাকাতদল ব্যাংকের ভেতরে ঢুকে সেখানে থাকা সবাইকে জিম্মি করে ডাকাতি করার চেষ্টা করে।
জানা গেছে, দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে এমন খবর পেয়ে লোকজন জড়ো হতে শুরু করে। এরমধ্যে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব এসে উপস্থিত হয়েছে। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। ভেতরে গ্রাহক থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে। ব্যাংকের ভেতরে কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে ডাকাত দল জিম্মি করে রেখেছে। ব্যাংক ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব।