কারাগারে দিলীপ কুমার আগরওয়াল
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
রাজধানীর বাড্ডায় কিশোর হৃদয় আহম্মেদ (১৬) মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে ছয়দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (০২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত এ আদেশ দেন। এর আগে একই মামলায় গত ৪ সেপ্টেম্বর দিলীপ কুমারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হাতে রয়েছে।
আদালত সূত্র জানায়, গত ১৯ জুলাই দুপুরে বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয় কিশোর হৃদয় আহম্মেদ। তখন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় হৃদয়।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে দিলীপ কুমারকে গ্রেপ্তার করে র্যাব। আটক করার পর পুলিশ জানায়, তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ডায়মন্ডের ব্যবসা নিয়ে প্রতারণা, কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। কিন্তু হত্যা মামলায় নাম থাকায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।