কানে ধরে ‘ক্ষমা’ চাইলেন কোহলি
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
ক্রিকেট মাঠে আগ্রাসী আচরণ করতেই দেখা যায় বিরাট কোহলিকে। কিন্তু শেষ পর্যন্ত কানে হাতে দিয়ে ক্ষমা চাইছেন কোহলি। তবে কোনও ভুল-এর জন্য নয়। দর্শকদের আবদার থেকে এই আচরণ ক্রিকেট তারকার।
ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের সাথে বেঙ্গালুরু ম্যাচের সময় ঘটনাটি। দ্বিতীয় ইনিংসে বল করছিলো বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ১৯৬ রানের বড় লক্ষ্য দাঁড় করায়। কিন্তু ঈশান-সূর্যের দাপটে রীতিমতো দিশেহারা হচ্ছিল মহম্মদ সিরাজদের। সেই সময়ে দর্শকদের একাংশ থেকে উড়ে আসে এক অদ্ভুত দাবি। শোনা যায়, “কোহলি কো বোলিং দো। এর অর্থ, কোহলিকে বল করতে দেওয়া হোক।
তারপর কান ধরতে দেখা যায় ভারতীয় এই ব্যাটারকে। সেই সাথে হাতজোড় করে দর্শকদের কাছে অনুরোধ করেন তিনি। যেন বল করার দাবি থেকে নিষ্কৃতি দেওয়া হয়। পুরো বিষয়টি ঘটেছে মজার ছলে। যদিও এর আগে মিডিয়াম পেসার হিসেবে বোলিং করতেন কোহলি।
উল্লেখ্য, গত বছর বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচেও একই দাবি তুলেছিলআ ভক্তরা। সেবারও ওয়াংখেড়েতে শোনা গিয়েছিল, কোহলি কো বোলিং দো স্লোগান। হাতজোড় করে দর্শকদের এই অনুরোধ করতে না করেন কোহলি। তবে জাতীয় দলের সাথে বেঙ্গালুরু দলের বিস্তর তফাৎ।