সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় প্রস্তুত আশ্রয় কেন্দ্র ও মুজিব কেল্লা
উত্তম কুমার হাওলাদার, পটুয়াখালী
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে
উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন সাগর উত্তাল হয়ে উঠছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। একই সাথে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি ।
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুর্যোগকালীন সময় ১৫৫টি আশ্রয় কেন্দ্র ও ২০ টি মুজিব কেল্লা প্রস্তুতের পাশাপাশি শিশু খাদ্য ও শুকনা খাবার মজুদ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এসময় পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সিপিপির উপ-পরিচালক আছাদ উজজামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।