কলকাতায় আর খেলবেন না ধোনি!
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
২০২৩ সালের ২৩ এপ্রিল ইডেনে সিএসকে বনাম কেকেআর ম্যাচ হয়েছিল। ওই সময় সবাই ধরে নিয়েছিলো এই শেষবারের মতো ইডেনে নামছেন ধোনি ।
ওই বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়ে দিয়েছিলেন আরও একটি মৌসুম আইপিএল খেলবেন তিনি। এর ফলে কলকাতার তার ফ্যানেরা ভেবেছিলো আবারও ইডেনে নামবেন ধোনি।
কিন্তু চলতি আইপিএলের দ্বিতীয় ধাপে যে সূচি ঘোষণা করা হয়েছে, তাতে মন ভেঙেছে কলকাতার ক্রিকেট প্রেমিদের। কারণ আর হয়তো ইডেনে দেখা যাবে না ধোনিকে।
আইপিএলের সূচি অনুযায়ী, চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে একবার। আগামী ৮ এপ্রিল (সোমবার) সেই ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। তাই এবার আর কলকাতায় খেলতে আসবেন না ধোনি।
উল্লেখ্য, এরমধ্যেই সিএসকের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন এমএস ধোনি। এই মৌসুমই তার শেষ। এ আভাস আগেই দিয়ে রেখেছেন। এর ফলে ২০২৩ সালের ২৩ এপ্রিল হয়তো ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে। কারণ সেই দিনই হয়তো ইডেনে শেষবার খেলোয়ার হিসেবে পা রাখার দিন হয়ে থাকবে ধোনির।