কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বিজয়ী হলেন যারা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মৌলভীজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকেশেুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথে ফল ঘোষিত হতে থাকে।
আরও পড়ুন: এমপি আনার হত্যার রহস্য ঘনাচ্ছে, নেপালে নজর সিআইডির!
কমলগঞ্জে চেয়ারম্যান পদে ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৪৬ হাজার ৬৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আঞ্জুমানে আল ইসলাহ সমর্থীত প্রার্থী এম এ ওয়াহাব (বাল্ব) প্রতীক নিয়ে ৩৯ হাজার ৭৯ ভোট পেয়ে।
আরও পড়ুন: ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম (পদ্মফুল) প্রতীক নিয়ে ৪১ হাজার ৬৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শ্রীমঙ্গলে কাপ পিরিচ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ভানু লাল রায় । তিনি পেয়েছেন ৪২,৬৬৯ ভোট ।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রাজু দেব রিটন। তালা প্রতিক নিয়ে ৫৮,৭৬০ ভোট পেয়েছেন। মহিলা ভাইস হাজেরা খাতুন হাঁস প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ৫০,৭৩৩ ভোট পেয়েছেন।