সংবাদ শিরোনাম ::
এমএস কলোনির পুকুরে মিললো পরিত্যক্ত গ্রেনেড
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ১১:১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে এমএস কলোনি তিনতলা এলাকায় পুকুর খনন করতে গিয়ে পাওয়া গেলো পরিত্যক্ত গ্রেনেড। পরে তা মাটিচাপা দিয়ে স্থানটি ঘিরে রেখেছে পুলিশ।
বুধবার (৮ মে) রাতে খনন চলাকালে পুকুরে এ গ্রেনেড দেখতে পাওয়া যায়। রেলওয়ের জমিতে খোকন নামের এক ব্যক্তি কিছুদিন ধরে পুকুর খননের কাজ করছে। শ্রমিকরা কাজ শেষ করে বিকেলে চলে যায়। এরপর একটি শিশু পুকুরের পাশে লাল টেপ মোড়ানো লোহার গোলকের মত বস্তুটি খেলনা ভেবে বাড়িতে নিয়ে আসে।
পরে তার বাবা সুবাস কুমার দাস গোলাকার বস্তুটি গ্রেনেড চিহ্নিত করে। তখন তিনি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, স্বাধীনতার যুদ্ধের সময় এলাকাটি পাক বাহিনীর দোসর রাজাকার, আলবদর ও আলশামস অধ্যুষিত এলাকা ছিলো। সেই সময় গ্রেনেডটি অবিস্ফোরিত হয়ে মাটি চাপা পড়েছিল।