সংবাদ শিরোনাম ::
এক ঘণ্টা পর নিভলো কাঁচাবাজারের আগুন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
রাজধানী উত্তরার কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বেশকিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান। মঙ্গলবার (১২ মার্চ) রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
ডিউটি অফিসার রাকিব হাসান জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কাঁচাবাজারের আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। এতে বেশ কিছু দোকান পুড়ে যায়।