সংবাদ শিরোনাম ::
এক কোটি কার্ডধারী পাবেন ৩০ টাকা কেজিতে চাল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার (২ জুন) থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করছে । সারাদেশে এক কোটি কার্ডধারী পাবেন পণ্য।
আরও পড়ুন : নতুন বাজেট হতে পারে ৮ লাখ কোটি টাকার
শনিবার (১ জুন) সংস্থার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন ঢাকা কার্যালয়ের যুগ্ম পরিচালক (তথ্য কর্মকর্তা) মো. হুমায়ুন কবির।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০০ টাকা করে প্রতি লিটার ভোজ্যতেল, প্রতি কেজি মশুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা দরে পাওয়া যাবে। একজন কার্ডধারী সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মশুর ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন।
রোববার (২ জুন) সকাল সাড়ে ৯টায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু রাজধানীর মিরপুরে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।