একুশ বছরে ৯০০ গোল
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
স্পোর্টিং লিসবন থেকে যাত্রা শুরু করে আল নাসের। দুই দশক বিশ্ব ফুটবলে রাজত্ব, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার অনন্য নজিরের মালিক। ২১ বছর ৯০০ গোলে রেকর্ড তার ঝুলিতে।
সব ক্রীড়াবিদের কেরিয়ারে চড়াই-উতরাই থাকে। রোনাল্ডোর কেরিয়ারেও হয়তো ছিলো। চিরপ্রতিদ্বন্দ্বীর থেকে পিছিয়ে পড়াও ছিলো। সবকিছু ছাপিয়ে রোনাল্ড বারবার প্রমাণ করেছেন, তিনি সর্বকালের সেরাদের অনন্য।
একনজরে রোনাল্ডর দীর্ঘ কেরিয়ার:
২০০২-০৩- ৫
২০০৩-০৪ – ৮
২০০৪-০৫ -১৬
২০০৫-০৬ – ১৫
২০০৬-০৭ – ২৮
২০০৭-০৮ – ৪৬
২০০৮-০৯ – ২৭
২০০৯-১০ – ৩৪
২০১০-১১ – ৫৬
২০১১-১২ – ৬৯
২০১২-১৩ -৫৯
২০১৩-১৪- ৬২
২০১৪-১৫ – ৬৬
২০১৫-১৬ – ৫৭
২০১৬-১৭ – ৫৬
২০১৭-১৮ – ৫৪
২০১৮-১৯ – ৩১
২০১৯-২০ – ৪৮
২০২০-২১ – ৪৬
২০২১-২২ – ৩২
২০২২-২৩ – ২৩
২০২৩-২৪ – ৫৭
২০২৪-২৫ – ৫
কোন ক্লাবে কত গোল রোনাল্ডোর
পর্তুগাল – ১৩১
রিয়াল মাদ্রিদ -৪৫০
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড- ১৪৫
জুভেন্তাস -১০১
আল নাসের- ৬৮
স্পোর্টিং লিসবন – ৫
রোনাল্ডোর কেরিয়ারের শুরুটা নিজের দেশের ক্লাব স্পোর্টিং লিসবন থেকে। আর সেখান থেকেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে মহাতারকা হয়ে ওঠা। কিংবদন্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন রিয়াল মাদ্রিদে থাকাকালীনই। জুভেন্তাস ছেড়ে আল নাসেরে যাওয়ার আগেই সর্বকালের সেরাদের তালিকায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন তিনি।
দুই দশকের দীর্ঘ কেরিয়ারে বারবার প্রত্যাবর্তনের রূপকথা লিখেছেন রোনাল্ডো। আবারও সেটাই করলেন। ইউরোর ব্যর্থতার পর যারা তাঁকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন, তাদের যোগ্য জবাব দিলেন কেরিয়ারের ৯০০তম গোলটি করে।