‘একটু ধাক্কা লাগলে সরে যাওয়ার পাত্র নয় আ’ লীগ’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটু ধাক্কা লাগলে আওয়ামী লীগ সরে যাওয়ার পাত্র নয়। যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, তাদের বলতে চাই আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। কচু পাতার উপর শিশির বিন্দু আওয়ামী লীগ নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে।
শুক্রবার (২১ জুন) বিকেলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপির নেতৃত্ব, দফাও ভুয়া। এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নেই। যে আন্দোলনে জনগণ নেই সেই আন্দোলন, আন্দোলন নয়।
সেতুমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামে, খুনের রাজনীতি করেন, আওয়ামী লীগ তার জবাব দিতে প্রস্তুত আছে।
এ সময় ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক,ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।