সংবাদ শিরোনাম ::
ঈদের ছুটি থাকছে না ৯ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
ঈদের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) সরকারি ছুটি থাকছে না। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা ছুটির সুপারিশ নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ মন্ত্রিসভা অনুমোদন দেওয়া হয়নি।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ থেকে ১২ এপ্রিল ঈদের ছুটি। ১৩ এপ্রিল শনিবার এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি।