ঈদযাত্রার আগাম টিকিট মিলবে রোববার থেকে
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে রোববার (২৪ মার্চ) থেকে। ১০ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ধরেই ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি ষুরু করা হবে। এবার ঢাকা থেকে বর্হিগামী ট্রেনের আসন সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।
জানা যায়, এর আগে ঈদগুলোয় ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবছর ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রার টিকিট ভোগান্তি ছাড়া কিনতে অনলাইনে বিক্রি করা হবে শতভাগ টিকিট।
ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ। আর ৪ এপ্রিলের টিকিট বিক্রি ২৫ মার্চ। ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ। ট্রেনের ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ। এছাড়া ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ। একই প্রক্রিয়ায় ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ। সর্বশেষ ৩০ মার্চের টিকিট ৯ এপ্রিলের বিক্রি করা হবে। এছাড়া ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।