ইফার উপ-পরিচালক মো. আশরাফুজ্জামানের পদোন্নতিজনিত সংবর্ধনা
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান পদোন্নতি জনিত ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয় ও মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান ইমাম প্রশিক্ষণ একাডেমী চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক পদে পদোন্নতি উপলক্ষে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তব্যে সদ্য বিদায়ী উপপরিচালক মো. আশরাফুজ্জামান বলেন, রাঙামাটির পরিবেশ খুবই সুন্দর ও এই অঞ্চলের মানুষ অত্যন্ত আন্তরিক। আমি এই এলাকায় সাড়ে চার মাস চাকরী জীবনে মনেই হয়নি যে, এখানে চাকরী করেছি। মনে হয়েছে আমি এখানে ভ্রমনে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে- মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা বখতেয়ার এর ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মাস্টার ট্রেইনার পদে পদোন্নতি উপলক্ষে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের নবাগত উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আলী হাসান ভূঁইয়া, সদর উপজেলা কার্যালয়ের মডেল কেয়ারটেকার মো. মাহবুব আলম, আল্লামা মুহম্মদ আব্দুল বাসিত খান, মাও মিরাজ উদ্দিন সহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বিদায় অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন, শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল কাদেরী।