সংবাদ শিরোনাম ::
ইটের ট্রাক্টর উল্টে শ্রমিকের মৃত্যু
মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাশিপুর ইউনিয়নের বটতলা এলাকায় ইটভর্তি ট্রাক্টর উল্টে এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম-ফারুক হোসাইন। শনিবার (৮জুন) উপজেলার এ ঘটনা ঘটে। নিহত ফারুক নুনতোর এলাকার আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, একতা ইটভাটা থেকে ট্রাকে ইট নিয়ে যাচ্ছিল কাশিপুর এলাকার ঝাবোরটলা এলাকায়। পথিমধ্যে কাশিপুর বটতলা এলাকায় রাস্তায় গাড়ীর চাঁকা বসে পড়লে ট্রাক্টরটি পাল্টি খায়। ইটের উপরে বসে ছিলো শ্রমিক ফারুক। ট্রাক্টর উল্টে যাওয়ায় ফারুক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা বলেন, ট্রাক্টর উল্টে এক শ্রমিক নিহত হয়েছে। মরদেহ বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।