আরও বাড়বে গরম
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে
কয়েকদিন ধরেই দেশের কয়েক জায়গায় গরমের মাত্রা বেড়েছে। বিশেষ করে পাবনা ও রাজশাহীতে তীব্র গরম অনুভুত হচ্ছে। এই তাপপ্রবাহ আগামী ৫ দিনে পর্যায়ক্রমে দিন ও রাতে বাড়তে যাচ্ছে। এর ফলে সামনে আরও গরম বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাবাসে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (১ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। খুলনার মোংলা ও পাবনার ঈশ্বরদীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। একই সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
অধিদপ্তরের পূর্বাভাসেবেলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছু কমার সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিনে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্র আরও বাড়বে।
এছাড়া ঢাকা, নীলফামারী, দিনাজপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে।এই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।