আবু সাঈদ হত্যা: গ্রেপ্তার সেই কিশোরের জামিন
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার সেই কিশোরের জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তফা কামাল এই আদেশ প্রদান করেন।
আইনজীবী আবদুল মোকছেদ বাহালুল সংবাদমাধ্যমকে বলেন, আগামী ৪ আগস্ট আলফি শাহরিয়ার মাহিমের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিলেঅ। কিন্তু বৃহস্পতিবার (১ আগস্টা) সকালে তার আগাম জামিন শুনানির জন্য আদালতে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। তবে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়নি।
রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিম।
চলতি মাসের ১৮ তারিখ আটকের পর পুলিশ মাহিমের বাবাকে মোবাইল ফোনে বলে, আপনার ছেলে আমাদের হেফাজতে রয়েছে। জানাজানি করিয়েন না তাতে ছেলের ক্ষতি হবে। তাকে ছেড়ে দেওয়া হবে, চিন্তার কিছু নেই।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন (অপরাধ) সংবাদমাধ্যমকে বলেন, ১৮ জুলাই যখন থানায় হামলা ভাঙচুর ও লুটপাটের সময় আটক হয় মাহিম।
রংপুর বারের আইনজীবী রায়হান কবীর সংবাদমাধ্যমকে বলেন, ছেলেটি বলছে, তার বয়স ১৬ বছর ১০ মাস। স্বপক্ষে কাগজও দেখাচ্ছে তার পরিবার। তাকে কেনো ১৮ বছর দেখিয়ে আদালতে পাঠানো হলো?