সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু না ফেরার দেশে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীর ল্যাব এইড হাসপতালে শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে তিনি মারা যান।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী।
গোলাম আরিফ টিপু ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ৯ ভাই-বোনের মধ্যে দ্বিতীয় টিপু কালিয়াচর বিদ্যালয় থেকে ১৯৪৮ সালে মাধ্যমিক ও রাজশাহী কলেজ থেকে ১৯৫০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। আইনজীবী, মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলন কর্মী ছিলেন তিনি।