সংবাদ শিরোনাম ::
আগাম জামিন পেলেন বিএনপি নেতা আমান
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে জামিন দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার (২০ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা রইল না।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে তথ্য গোপনের দায়ে ২০০৭ সালের ২১ জুন আমানউল্লাহ আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। একই আদালত তার স্ত্রী সাবেরাকেও ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।
তাদের আপিল খারিজ করে বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট। এরপর দুই সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠায় আদালত।