আওয়ামী লীগ নেতার বাসায় অভিযান, ফেনসিডিলসহ স্ত্রী আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;
যশোরে আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে ফেনসিডিলসহ স্ত্রী সুলতানা বেগমকে (৫৩) আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা যশোর সদরের বিরামপুর ফকিরার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।
ফেনসিডিলসহ আটক সুলতানা বেগম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা কমিটির সভাপতি, জেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য কেরামত আলী মোল্লার স্ত্রী। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোরের উপপরিচালক আসলাম হোসেন এ বিষয়ে বলেন, আমাদের কাছে খবর ছিল কেরামত আলী মোল্লা (৬০) ও তার স্ত্রী এলাকায় মাদক ব্যবসা করেন। গোপন খবরের ভিত্তিতে কয়েকদিন এলাকায় তদারকি করি। অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আমরা কেরামত আলী মোল্লার বাড়িতে অভিযান চালাই। অভিযানের খবর জানতে পেরে কেরামত আলী মোল্লা পালিয়ে যান। আমরা তার বসতঘরে অভিযান চালিয়ে ৭টি বান্ডিলে ২৫ করে মোট ১৭৫ ফেনসিডিল উদ্ধার করি। ফেনসিডিল তার শোয়ার ঘরে খাটের নিচে সাজানো ছিল। একইসাথে কেরামত আলী মোল্লার স্ত্রী সুলতানা বেগমকে আটক করি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক শাহীন পারভেজ সুলতানা বেগম ও তার স্বামী কেরামত আলী মোল্লাকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।