সংবাদ শিরোনাম ::
আইসিসি’র এলিট প্যানেলে আম্পায়ার সৈকত
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
আইসিসি’র এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
আইসিসি’র তরফ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আইসিসি’র অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈকতই প্রথম বাংলাদেশি হিসেবে এই গৌরব অর্জন করলেন।
২০০৬ সাল থেকেই আইসিসি’র ইন্টারন্যাশনাল প্যানেলে আছেন সৈকত। ২০১০ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এখন পর্যন্ত তিনি ছেলেদের ১০টি টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ওডিআই ৬৩টি এবং ৪৪টি টি-২০ ম্যাচও পরিচালনা করেছেন সৈকত। নারীদের ১৩টি ওডিআই, এছাড়া টি-২০ ম্যাচ ২৮টি পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।