আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
আইপিএলে নতুন রেকর্ড গড়লেন রোহিত শর্মা। তবে এই রেকর্ড গর্বের নয়, লজ্জার। দীনেশ কার্তিকের একটি রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি। সোমবার (১ এপ্রিল) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে লজ্জার নজির গড়েন ভারতীয় দলপতি।
আইপিএলের ইতিহাসে বেশিবার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড এখন রোহিতের। যে লজ্জা এতোদিন বহন করছিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক কার্তিক। সোমবার রোহিত আইপিএলে ১৭তম বার শূন্য রানে আউট হন।
কার্তিকও আইপিএলে ১৭ বার কোনো রান না করেই আউট হয়েছেন। ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন ৪ জন। তারা হলো- মনদীপ সিংহ, গ্লেন ম্যাক্সওয়েল, পীযূষ চাওলা এবং সুনীল নারাইন।
সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের ২২ গজে প্রথম বলেই আউট হন রোহিত শর্মা। ট্রেন্ট বোল্টের বলে রোহিতের ক্যাচ ধরেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। এবার মুম্বইয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ড্য।