অভিনেতা পার্থসারথি দেব মারা গেছেন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
৪৩ দিনের লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব। শুক্রবার (২২ মার্চ) ১১টা ৫০ মিনিটে মারা যান টলিউডের প্রিয় পার্থদা। শনিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে অভিনেতার মরদেহ আনা হয় টেকনিশিয়ান স্টুডিওতে। তাকে শেষশ্রদ্ধা জানাতে সেখানেই হাজির হন টলিপাড়ার কলাকুশলীরা।
অভিনেতা পার্থসারথি দেব দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যায় ভুগছিলেন। তার নিউমোনিয়াও ধরা পড়েছিল। আর সে থেকেই বুকে সংক্রমণ ছড়িয়ে পড়ে। কয়েক সপ্তাহ ধরে বাঙ্গুর হাসপাতালে চিকিৎসা চলছিল এই অভিনেতার। শেষ পর্যন্ত শুক্রবার রাতে পরপারে পাড়ি জমালেন অভিনেতা।
২০২১ সালে করোনায় আক্রান্ত হন অভিনেতা পার্থসারথি দেব। রসই যাত্রায় বেশ রকিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।অভিনয় কেরিয়ারে টেলিপর্দা এবং সিনেপর্দায় মুগ্ধ করেছে তার অভিনয়।
ফিল্মি কেরিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনেতা পার্থসারথি দেব অভিনয় করেছেন। নাটকের মঞ্চেও অবাধ বিচরণ তার।