অন্ত:সত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুরে শ্বশুরবাড়ি থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম- সুমনা খাতুন (১৮)।
আরও পড়ুন : এমপি আনার হত্যা/ ৫ দিনের রিমান্ডে শিমুল-তানভীর-সিলিস্তি
শুক্রবার (৩১ মে) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমনার পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে।
জানা গেছে, প্রায় আট মাস পূর্বে ঈশ্বরদী উপজেলার মহাদেবপুর গ্রামের সম্রাট হোসেনের সাথে বিয়ে হয় সুমনার। বিয়ের সময় সম্রাটের পরিবার তার আগের বিয়ের কথা গোপন করে। এ নিয়ে কথা বলায় শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্যান্যরা তার ওপর নির্যাতন চালিয়েে আসছিলো। এরপর ঘটনার দিন শুক্রবার (৩১ মে) সকালে গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গৃহকবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।