সংবাদ শিরোনাম ::
অজ্ঞাত গাড়ির চাপায় কৃষকের মৃত্যু
মোহাম্মদ রবিউল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর)
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৌরসভার সামনে শুক্রবার (১১ অক্টোবর) রাতে অজ্ঞাত একটি গাড়ির চাপায় কৃষকের মৃত্যু হয়েছে।
জানা যায়, শুক্রবার রাত একটার দিকে নুর ইসলাম নামক এক ব্যক্তি ভাঙ্গা পৌরসভার সামনে রাস্তা পারাপারের সময়, বেপরোয়া গতির একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নুর ইসলাম ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নুরপুর গ্রামের মৃত হোসেন মাতুব্বরের ছেলে। নুর ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। অজ্ঞাত বাসটি সনাক্ত করতে পারিনি তবে চেষ্টা চলছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।