১৬ বছরের ‘সম্পর্ক’ ভাঙছে অনুষ্কার!
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৬ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন অনুষ্কা শর্মা। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা দম্পতির ঘরে এসেছে দ্বিতীয় সন্তান। দুই সন্তানের বাবা-মা এখন তারা। এর ফলে তাদের জীবনে যে বিরাট বদল হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
কোহলি-অনুষ্কার মেয়ের জন্ম হয় ভারতে। তবে ছেলের জন্মের সময় তারা লন্ডনে যান। এখনো সেখানেই রয়েছেন বিরাট ও অনুষ্কা।
এরমধ্যে এবার একখানা বড় খবর। জানা যাচ্ছে, অনুষ্কা শর্মার ১৬ বছরের সম্পর্ক ভাঙছে। তিনি এবার একেবারে অন্যরকমভাবে জীবন কাটাবেন।
২০০৮ সালে রব দে বনা দি জোড়ি সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় অনুষ্কার। এরপর ১৬ বছর কেটেছে। ঝুলন গোস্বামীর বায়োপিকে দেখা যাবে তাকে।
এরমধ্যে অনুষ্কার পুরনো একটি সাক্ষাৎকারের ক্লিপস ভাইরাল। সেখানে তিনি বলছেন, খুব বেশি কাজ করার ইচ্ছে তার নেই।
এরপর থেকেই জল্পনা, অনুষ্কার সঙ্গে বলিউডের ১৬ বছরের সম্পর্ক ভাঙবে। এমনিতেই প্রথমবার মা হওয়ার পর থেকেই অভিনয় থেকে দূরে তিনি।
শোনা যাচ্ছে, অনুষ্কা অভিনয় ছেড়ে দিতে পারেন। সন্তান ও স্বামী নিয়ে সংসার করবেন। পরিস্থিতি যদি সেদিকেই গড়ায়, তাহলে বিরাট কোহলির জীবনেও বড় বদল আসতে পারে। কারণ, এমনিতেই কোহলি স্ত্রী ও পরিবারকে সময় দেওয়ার জন্য এখন অনেকটা সময় ক্রিকেটের বাইরে থাকছেন।