সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে চিকিৎসককে অপহরণ
কক্সবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে বাড়ি ফেরার পথে অটোরিকশা থামিয়ে পল্লী চিকিৎসকসহ দুই জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। রোববার (২১ এপ্রিল) রাতে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর ঢালায় এই ঘটনা ঘটে।
অপহৃত একজন হলো- উখিয়ার থাইংখালী এলাকার জহির উদ্দিন (৫২)। তবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
অপহরণের শিকার জহির উদ্দিনের ছোট ভাই কমরুদ্দিন মুকুল জানান, তার ভাই জহির উদ্দিন প্রতিদিনের মতো চেম্বার শেষ করে বাড়ি ফিরছিলেন। তার সাথে একজন যাত্রীও ছিলেন। পথিমধ্যে শামলাপুর ঢালায় আসলে ডাকাতদল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের নিয়ে যায়। পরে সিএনজি ড্রাইভার বিষয়টি পরিবারকে জানায়।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জহির উদ্দিনের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।