সালমানের বাড়িতে গুলিকাণ্ড: পুলিশি হেফাজতে অভিযুক্তের আত্মহত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
সালমান খানের বান্দ্রার ফ্ল্যাটে ১৪ এপ্রিল হামলা চালানো হয়। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে পুলিশি হেফাজতে আত্মহত্যার চেষ্টা করেন অনুজ। মুম্বইয়ের সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকে মৃত বলে ঘোষণা করেন।
সালমানের ফ্ল্যাটে যে দু’জন গুলি চালিয়েছিলো, তারা হলো সাগর পাল ও ভিকি গুপ্ত। ঘটনার কয়েক দিনের মধ্যেই গুজরাতের ভূজ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদেই উঠে আসে অস্ত্র চালানকারী সোনু ও অনুজের নাম। বন্দুকবাজদের বয়ান অনুযায়ী, ১০ রাউন্ড গুলি চালানোর নির্দেশ পেয়েছিলেন তারা। তারপর নদীতে বন্দুক ফেলে দেন তারা। এরমধ্যেই একটি বন্দুক ও কিছু কার্তুজ উদ্ধার করেছে মুম্বই অপরাধ দমন শাখা।
গুলিকাণ্ডের পর থেকে কঠোর নিরাপত্তায় রয়েছেন সালমান। সব সময় ওয়াই ক্যাটেগরির নিরাপত্তায় রয়েছেন তিনি। উদ্বেগে সালমানের পরিবারসহ তার অনুরাগীরাও। জানা গেছে, এরইমধ্যে নিজের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে পানভেলের খামারবাড়িতে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেছেন সালমান খান।