https://bangla-times.com/
ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪

রহস্যমৃত্যু, অভিনেতার মরদেহ পাওয়া গেলো জঙ্গলে

বাংলা টাইমস্
এপ্রিল ৭, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ । ৬২ জন
Link Copied!

রহস্যজনক মৃত্যু হয়েছে অভিনেতা কোলে ব্রিংস প্লেন্টির। চারদিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। কানসাসের জঙ্গলে ২৭ বছরের অভিনেতার মরদেহ উদ্ধার হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

‘১৯২৩’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন এ অভিনেতা। ‘ওয়াইল্ড ফ্রন্টিয়ার’, ‘দ্য টল টেলস অফ জিম ব্রিজার’ ওয়েব সিরিজেও দেখা যায় তাকে। তবে এই অভিনেতার বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ ছিলো। গত সপ্তাহে লরেন্স এলাকার ফ্ল্যাট থেকে ফোন আসে পুলিশের কন্ট্রোল রুমে। সাহায্য যান তিনি। পুলিশ যাওয়ার আগেই অভিযুক্ত তারকা পালিয়ে যান।

শনিবার (৬ এপ্রিল) পুলিশের কাছে ফোনে জানানো হয় জঙ্গলের কাছে একটি খালি গাড়ি পড়ে রয়েছে অভিনেতার মরদেহ। পুলিশ গিয়ে কোলের মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

এদিকে, অভিনেতার অকাল মৃত্যুতে শোকাহত তার অনুরাগীরা।