সংবাদ শিরোনাম ::
মুচলেকায় জামিন পেলেন আলভেজ
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
১৪ মাস জেল খেটে জামিন পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। ১০ লাখ ইউরো মুচলেকায় জামিন মঞ্জুর করেন বার্সেলোনার একটি আদালত। ধর্ষণের অভিযোগে সাড়ে ৪ বছরের জেল হয়েছিলো আলভেজ’র। একই সাথে দেড় লাখ ইউরো জরিমানা করা হয়েছিল তাকে।
জামিন পেলেও কয়েকটি শর্ত মেনে চলতে হবে এই ফুটবলারকে। জামিন হলেও স্পেন ছাড়তে পারবেন না আলভেজ। নির্যাতিতা তরুণীর আবাস ও কর্মস্থলের এক হাজারের মিটারের মধ্যেও প্রবেশ নিষেধ। এমনকি প্রতি সপ্তাহে আদালতে হাজিরাও দিতে হবে।
উল্লেখ্য, ৪০ বছর বয়সী এই তারকার সেরা সময় বার্সেলোনায় কেটেছে। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে সবমিলিয়ে ৪০টিরও বেশি শিরোপা জিতেছেন আলভেজ। ২০২২ সালে বার্সা ছাড়ার পর পুমাসের সঙ্গে চুক্তি করেন আলভেজ। তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় সেই চুক্তি বাতিল করে মেক্সিকান ক্লাব।