মস্কোর প্রেক্ষাগৃহে বন্দুকবাজদের গুলি, নিহত ৪০
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
রুশ রাজধানী মস্কোর প্রেক্ষাগৃহে বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারালেন ৪০ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২২ মার্চ) মস্কোর ভরা প্রেক্ষাগৃহেএ ঘটনা ঘটল।
রুশ সংবাদ সংস্থা TASS জানায়, প্রেক্ষাগৃহে অনুষ্ঠান চলাকালে কমব্যাট ফোর্সের পোশাক পড়ে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভিতরে ঢোকে তিন বন্দুকবাজ। এরপর তারা দর্শকদের লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুঁড়তে থাকে। এতে অনেকেই গুলিবিদ্ধ হন। রাশিয়ার রাজধানীতে এমন হামলার ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রকার্স সিটি হলে অনুষ্ঠান চলছিল। কমব্যাট ফোর্সের পোশাক পরে তিনজন বন্দুকধারী হলে ঢুকে আচমকা হামলা চালায়। অনুষ্ঠানে আনন্দের রেশ ছিন্নভিন্ন হয়ে নিমেষেই।
রুশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ক্রকার্স হলে ঢোকার আগে বন্দুকধারীরা ওই বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী বড়সড় হামলা চালানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। তবে কারা এই ভয়াবহ হামলা চালাল, সে বিষয়ে কোনও তথ্য মেলেনি। পুতিন বিরোধী কোনও জঙ্গিগোষ্ঠীর কাজ হতে পারে, অথবা উঠতি কোনও সন্ত্রাসবাদী সংগঠনও থাকতে পারে এর নেপথ্যে থাকতে পারে।