সংবাদ শিরোনাম ::
বেশি দামে কাপড় ও ফল বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় অধিক দামে কাপড় ও ফল বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৫ মার্চ) দুপুরে এই অভিযান চালানো হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মো. মেহেদী হাসান এ জরিমানা করেন।
তিনি জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়তই বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার অভিযান চালিয়ে ফড়িংকে ১০ হাজার ও ফ্রেঞ্জিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, বেশি দামে ফল বিক্রি করায় দায়ে দুই দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি তাদের সর্তকও করা হয়।