সংবাদ শিরোনাম ::
বাইক দুর্ঘটনায় অভিনেতা চান্স’র মৃত্যু
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
বাই দুর্ঘটনায় মারা গেছেন ‘চিলিং অ্যাডভেঞ্চার্স অফ সাব্রিনা’ খ্যাত অভিনেতা চান্স পারডোমো । মাত্র ২৭ বছর বয়সী অভিনেতার মুখপাত্রও তার অকালপ্রয়াণের খবর নিশ্চিত করেছেন।
আইনজীবী হওয়ার ইচ্ছে ছিল অভিনেতা চান্সের। অভিনয়ের প্রতিও অনুরাগ ছিল। এক সময় অভিনয়কেই পেশা হিসেবে নেন তরুণ অভিনেতা।
২০১৮ সালে নেটফ্লিক্সের ‘চিলিং অ্যাডভেঞ্চার্স অফ সাব্রিনা’ সিরিজের সাথে যুক্ত হন চান্স। এরপর সিরিজে অ্যামব্রোসের চরিত্রে অভিনয় করেন এি অভিনেতা। মুখ্য চরিত্র সাব্রিনার ভাই অ্যামব্রোস, যে কিনা আবার তার সমস্ত কাজের সঙ্গী।
‘আফটার’ সিরিজের ৩টি ছবিতে অভিনয় করেছেন চান্স। ২০২৩ সালে আমাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘জেন ভি’তে দেখা যায় ২৭ বছরের এই তারকাকে।