‘বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ’
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথই আমাদের পথ। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি বেঁচে না থাকলেও তার উত্তরাধিকারের কোনোদিন মৃত্যু হবে না।
ধানমন্ডি ৩২ নম্বরে রোববার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, শেখ মুজিবুর রহমান প্রথম বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে স্বাধীন সত্তা বাংলাদেশ সৃষ্টি করেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে না থাকলেও তিনি চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের সব সংকটে আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবেন, থাকবেন বাতিঘর হয়ে।
এর আগে রোববার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।