ফ্ল্যাটে পর্ন অভিনেত্রীর মরদেহ, কেন লুকিয়ে রখলো পরিবার?
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে
সোফিয়া লিওনি। যিনি পর্নদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী। গত ১ মার্চ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার মরদেহ। তবে সোফিয়ার মৃত্যুর খবর এতোদিন লুকিয়েই রাখেন পরিবারের লোকজন। সম্প্রতি দেদশটির পুলিশের কাছে সোফিয়ার মৃত্যু নিয়ে মুখ খুলেন অভিনেত্রীর ভাই।
চলতি মার্চ মাসেরর ১ তারিখ অভিনেত্রীর মরদেহ উদ্ধার হয় তার ফ্ল্যাট থেকে। তবে অভিনেত্রীর পরিবার সোফিয়ার মৃত্যুর খবর চেপে যায়। আর তাতেই সন্দেহের সৃষ্টি হয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে দেশটির পুলিশ।
সোফিয়া লিওনি আঠারো বছর বয়স থেকেই পর্নদুনিয়ায় পা রাখেন। প্রথম থেকেই নজর কাড়েন তিনি। প্রথমে ন্যুড মডেলিং, তারপর একের পর এক নীল ছবিতে অভিনয় করে পুরুষ মহলে ঝড় তোলেন।
অভিনয়ে বেশ কয়েকটা পুরস্কারও পান তিনি। জনপ্রিয়তার শিখরে থেকেই মাত্র ২৬ বছর বয়সে মারা যান তিনি। সোফিয়ার মৃত্যু স্বাভাবিক নাকি হত্যা এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার মৃত্যুর খবর কেন লুকিয়ে রাখা হলো, এ নিয়ে তদন্তে নেমেছে মার্কিন পুলিশ।




























