সংবাদ শিরোনাম ::
ফেরি ডুবে কমপক্ষে ৯১ জনের মৃত্যু
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১২:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করায় ফেরি ডুবে ৯০ জনের মৃতু্য হয়েছে। ফেরিটিতে ১৩০ জনের মতো যাত্রী ছিল। ঘটনাটি আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে। যাত্রীবাহী ফেরিটি নামপুলা উপকূলের লুঙ্গা থেকে ‘মোজাম্বিক দ্বীপের’ দিকে যাচ্ছিল। খবর রয়টার্স।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যাত্রীবাহী ফেরিটিতে ১৩০ জনের মতো মানুষ ছিল। এখন পর্যন্ত ৫ জনকে উদ্ধার করা হয়েছে। ফেরিতে অনেক শিশু ছিলেঅ।
নাম্পুলার সেক্রেটারি অব স্টেট জেইম নেটো বলেন, ফেরিতে অতিরিক্ত মানুষ থাকায় ডুবে গেছে। এখন পর্যন্ত ৯১ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।