https://bangla-times.com/
ঢাকাবৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

প্রভাবশালীদের তালিকায় আলিয়া ভাট

বাংলা টাইমস্
এপ্রিল ১৮, ২০২৪ ১২:০৫ পূর্বাহ্ণ । ৩৫ জন
Link Copied!

বিশ্বের প্রভাবশালীদের তালিকায় নাম লেখালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এই অভিনেত্রীর মুকুটে জুড়ল নতুন পালক।

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকে নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট। দীর্ঘ অভিনয় জীবনে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে। শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নয়, প্রযোজক হিসেবে ছক্কা হাঁকাচ্ছেন আলিয়া ভাট। এবার টাইমস ম্যাগাজিনে ২০২৪ সালের বিশ্বের একশো প্রভাবশালীদের তালিকায় নাম উঠলো আলিয়া ভাটের।

এ বছর বলিউড থেকে একমাত্র তারই নাম উঠেছে এই তালিকায়। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত দেব প্যাটেলের নামও রয়েছে বিশ্বের একশো প্রভাবশালীর তালিকায়।