সংবাদ শিরোনাম ::
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলো নিলো ভারত
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। ফলে মহরাষ্ট্রে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। শনিবার (৪ মে) এক প্রজ্ঞাপনে দেশটির সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে।
পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেমহারাষ্ট্রের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা। কারণ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ার পরই তারা ক্ষতিগ্রস্ত হয়। তবে নিষেধাজ্ঞা চলাকালেও ভারত সরকার সীমিত আকারে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমিরাতে পেঁয়াজ রপ্তানি করেছে।
২০২৩ সালের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ শে মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এই সময় শেষ হওয়ার আগেই ভারত সরকার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে আবারও নিষেধাজ্ঞা জারি করে।