পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন এমপি আসাদ
- সংবাদ প্রকাশের সময় : ১২:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ। কাটাখালি বাজার এলাকায় মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় তিনি বলেন, পবিত্র এই মাসে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। উপস্থিত মুসাফির, পথচারী ও অসহায় রোজাদার মানুষের মাঝে ইফতার উপহার বিতরণ করেন এমপি আসাদ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য নীলিমা বেগম, কাটাখালি পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সামা, পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম,কাটাখালী পৌরসভার ৫নং ওয়ার্ড কমিশনার বোরহান উদ্দিন রাব্বানী, ৩নং ওয়ার্ড কমিশনার মনজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, প্যানেল মেয়র আনোয়ার সাদাত নান্নু, কাটাখালি বাজার বণিক সমিতির সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।