দুর্ঘটনার আগে যে বার্তা পাঠিয়েছিলেন জাহাজের নাবিকরা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় ভয়াবহ সেতু দুর্ঘটনা। এ ঘটনায় এখনো পর্যন্ত নিখোঁজ ৬ জন। তাদের সবার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত। জাহাজে থাকা ভারতীয় নাবিকরা ঠিক সময় ‘মে ডে’ বার্তা পাঠানোয় বড় প্রাণহানির হাত থেকে রক্ষা। এ জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
‘ফ্রান্সিস স্কট কি’ নামের ওই সেতুটি আমেরিকার একটি বিখ্যাত সেতু। সেতুর একটি ভিতে ধাক্কা মারে মালবাহী জাহাজ। সাথে সাথে নদীতে ভেঙে পড়ে সেতুটি।
গত সোমবার রাতে ঘটে এই দুর্ঘটনাটি। দুর্ঘটনার সময় জাহাজটিতে ২২ জন ভারতীয় নাবিক ছিলেন। জানা গেছে, দুর্ঘটনার আগেই সবাই বুঝতে পেরেছিলেন যে তারা জাহাজের নিয়ন্ত্রণ হারিয়েছেন। তাই ধাক্কা মারার ঠিক আগে জাহাজেরর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সাথে সাথে তারা প্রশাসনকে সতর্ক করে বার্তা পাঠিয়েছিলেন। তা না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।
নাবিকদের এই তৎপরতার জন্য প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। জাহাজে নিয়ন্ত্রণ হারানোর বার্তা পাঠানোর জন্য সবাইক ধন্যবাদ জানিয়েছেন তিনি।