দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বুধবার( ৩ এপ্রিল) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান ।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার মো. নজরুল ইসলাম বলেন, পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে । আমি চাই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীন সহায়তা করুক ।
নজরুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা চীনা রাষ্ট্রদূতকে বলেন, দেশের দক্ষিণাঞ্চল এতোদিন অবহেলিত ছিলো । কারণ, আওয়ামী লীগ ছাড়া আর কোন সরকার এই এলাকার উন্নয়নে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি ।
এ সময় দক্ষিণাঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন চীনের রাষ্ট্রদূত। জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।