ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা প্রধানমন্ত্রীর

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোর গ্যাং মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছে। কিশোর অপরাধীদের মোকাবেলায় ভিন্ন দৃষ্টিভঙ্গি নিতে বলেছেন তিনি । আর এই কাজে শিক্ষক, অভিভাবক এবং জনপ্রতিনিধিদের যুক্ত হতে বলেছেন।

সোমবার( ৮ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ।

মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক ।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে এদের( কিশোর অপরাধী) ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দিতে হবে । তাদের যেন দীর্ঘ মেয়াদে অপরাধী বানিয়ে না রেখে সংশোধনের সুযোগ যেন থাকে ।

বর্তমানে তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র( গাজীপুর, টঙ্গী ও যশোর) রয়েছে জানিয়ে মাহবুব হোসেন বলেন, এই সংখ্যাটি বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী । এ ছাড়াও আরও সুযোগ- সুবিধা বাড়াতে বলেছেন, যাতে তারা( কিশোর অপরাধী) সংশোধন হতে পারে ।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন তার স্বাভাবিক গতিতে চলবে । কিন্তু এদের( কিশোর অপরাধী) যখন মোকাবেলা করা হবে তখন যেন মনে রাখা হয়, তাকে যেন আরও অপরাধী না বানিয়ে ফেলা হয় । সংশোধন করার একটি পরিবেশ যেন থাকে ।

মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভায় ‘ জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪ ’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে । পণ্য পরিবহনে খরচ ও সময় কমানো এবং সরবরাহ স্বাভাবিক রাখাসহ বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে দেশে এই নীতিমালা করেছে সরকার ।

তিনি বলেন, আমদানি- রপ্তানিসহ সামগ্রিক বাণিজ্যে লজিস্টিক্স সহায়তার গুরুত্ব অপরিসীম । মোট খরচের একটি অংশ এখানে হয় । তাই নির্ধারিত সময় বা স্বল্পতম সময়, স্বল্পমতো ব্যয়, পণ্য সরবরাহ ব্যবস্থা যাতে স্বাভাবিক হয় সেটি নিশ্চিত করার জন্য সব মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করতে হবে । কী কী কার্যক্রম গ্রহণ করতে হবে তার দিক নির্দেশনা রয়েছে নতুন এই নীতিমালায় ।

খসড়া নীতি অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি কাউন্সিল থাকবে । তাতে আটজন মন্ত্রী ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা থাকবেন । এই কাউন্সিল সামগ্রিক দিক নির্দেশনা দেবেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোর গ্যাং মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছে। কিশোর অপরাধীদের মোকাবেলায় ভিন্ন দৃষ্টিভঙ্গি নিতে বলেছেন তিনি । আর এই কাজে শিক্ষক, অভিভাবক এবং জনপ্রতিনিধিদের যুক্ত হতে বলেছেন।

সোমবার( ৮ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ।

মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক ।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে এদের( কিশোর অপরাধী) ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দিতে হবে । তাদের যেন দীর্ঘ মেয়াদে অপরাধী বানিয়ে না রেখে সংশোধনের সুযোগ যেন থাকে ।

বর্তমানে তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র( গাজীপুর, টঙ্গী ও যশোর) রয়েছে জানিয়ে মাহবুব হোসেন বলেন, এই সংখ্যাটি বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী । এ ছাড়াও আরও সুযোগ- সুবিধা বাড়াতে বলেছেন, যাতে তারা( কিশোর অপরাধী) সংশোধন হতে পারে ।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন তার স্বাভাবিক গতিতে চলবে । কিন্তু এদের( কিশোর অপরাধী) যখন মোকাবেলা করা হবে তখন যেন মনে রাখা হয়, তাকে যেন আরও অপরাধী না বানিয়ে ফেলা হয় । সংশোধন করার একটি পরিবেশ যেন থাকে ।

মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভায় ‘ জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪ ’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে । পণ্য পরিবহনে খরচ ও সময় কমানো এবং সরবরাহ স্বাভাবিক রাখাসহ বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে দেশে এই নীতিমালা করেছে সরকার ।

তিনি বলেন, আমদানি- রপ্তানিসহ সামগ্রিক বাণিজ্যে লজিস্টিক্স সহায়তার গুরুত্ব অপরিসীম । মোট খরচের একটি অংশ এখানে হয় । তাই নির্ধারিত সময় বা স্বল্পতম সময়, স্বল্পমতো ব্যয়, পণ্য সরবরাহ ব্যবস্থা যাতে স্বাভাবিক হয় সেটি নিশ্চিত করার জন্য সব মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করতে হবে । কী কী কার্যক্রম গ্রহণ করতে হবে তার দিক নির্দেশনা রয়েছে নতুন এই নীতিমালায় ।

খসড়া নীতি অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি কাউন্সিল থাকবে । তাতে আটজন মন্ত্রী ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা থাকবেন । এই কাউন্সিল সামগ্রিক দিক নির্দেশনা দেবেন ।