ইসরায়েলি বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২০ ফিলিস্তানি নিহত হয়েছেন। মঙ্গলাবার (১৯ মার্চ) ভোরে রাফাহ এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অঞ্চলে এই বিমান হামলার ঘটনা ঘটে। -খবর রয়টার্সের
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, রাফাহ শহরের বাড়ি এবং অ্যাপার্টমেন্টে চালানো হামলায় নিহত হয়েছে ১৪ জন। বহু মানুষ আহত হয়েছে। এমনটাই জানিয়েছেন গাজার চিকিৎসা কর্মকর্তারা। ইসরায়েলি হামলার কারণে গাজা উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি এই শহরে আশ্রয় নিয়েছে।
মধ্য গাজা উপত্যকার আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বিমান হামলায়৬ জন নিহত হয়েছেন। শহর থেকে প্রায় ১৪ কিমি দক্ষিণে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে বজ্রপাতের সাথে বিস্ফোরণের শব্দ বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্দশাও আরও বাড়িয়েছে।
এর আগে সোমবার (১৮ মার্চ) আর শিফাহ হাসপাতালে হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। হামলায় এই পর্যন্ত ৩১ হাজার সাতশ’র বেশি মানুষ নিহত হয়েছে। এর বেশিরভাগ নারী ও শিশু। আহত হয়েছে কমপক্ষে ৭৪ হাজার মানুষ।



























