আসিডিএস সমিতি এবং আশা কর্মী ইউনিয়নের বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
কলকাতা কর্পোরেশনের সামনে শুক্রবার (১লা মার্চ) সকাল সাড়ে দশটায় সিআইটিইউ এর পরিচালনায় এবং পশ্চিমবঙ্গ রাজ্য আই সি ডি এস সমিতি ও আশা কর্মী ইউনিয়নের ডাকে। এক বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন, বিভিন্ন দাবী নিয়ে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মহ, সেলিম, মধুজা সেন রায়, সুভাষ মুখার্জি, মধুমিতা ব্যানার্জি ,গার্গী চ্যাটার্জি সহ অন্যান্যরা।
বক্তৃতার মধ্য দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন এবং বিভিন্ন দাবী তুলে ধরলেন, তার সাথে সাথে সভা শেষে মিছিল করে যখন ডেপুটেশন দিতে এস এন ব্যানার্জি রোড ধরে রানি রাসমণি দিকে এগিয়ে চলেন। সেই সময় কলকাতা কর্পোরেশনের সামনে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় ,তাদের সাথে ধস্তাধস্তি শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে এবং পুলিশকে লক্ষ্য করে কটুক্তি করতে থাকেন, কিছুক্ষন পর তারা শ্রম দপ্তরে ও নবান্নে যান ডেপুটেশন দিতে। বিভিন্ন জেলা থেকে আই সি ডি এস ও আশা কর্মীরা জমায়েত হন কর্পোরেশনের সামনে।
তারা দীর্ঘদিন ধরে একি দাবী জানিয়ে এসেছে, কিন্তু সরকার কোন রকম কর্ণপাত না করায়, তারা পুনরায় আজ আবার সেই দাবী নিয়ে বিক্ষোভ দেখালেন।
দাবীগুলি হল-সমস্ত কর্মীদের সরকারী স্বীকৃতি দিতে হবে, পিএফ, গ্ৰ্যাজুইটি দিতে হবে।
ন্যূনতম ২৬ হাজার টাকা মজুরী দিতে হবে অবিলম্বে রাজ্য সরকারকে।
স্বচ্ছতার সাথে দ্রুত কর্মী নিয়োগ করতে হবে।
যে সকল কাজ আশা কর্মী ও আই সি ডি এস কর্মীদের দিয়ে করানো হতো, অবিলম্বে কমাতে হবে।
প্রতি মাসের ইনসেনটিভ এর টাকা একেবারে দিতে হবে নিয়মিত।
২০১৪ সাল থেকে যে সমস্ত আইসিডিএস ও আরবান কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে তিন লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা দিতে হবে।
গর্ভবতী মায়ের থার্ড চেক আপ এর পরেই আশা কর্মীদের টাকা দিতে হবে।
সমস্ত কর্মীদের স্থায়ীকরণ, গ্রাজুয়েটটি , ৫০০০ টাকা করে পেনশন দিতে হবে।
সমস্ত কর্মীদের android মোবাইল ও ডেটা খরচ দিতে হবে।
বাজার দর অনুযায়ী ডিম, সবজি, ও জ্বালানির দাম দিতে হবে।
আজ তারা পরিষ্কার জানিয়ে দেন, যদি আমাদের দাবি না মেটে, আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো।