বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ১২:১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
খুলনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে খুলনার তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-অর্ণব কুমার সরকার।
তিনি নগরীর সোনাডাঙ্গা এলাকার ঠিকাদার নীতিশ চন্দ্র সরকারের ছেলে ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র।
সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, রাত ৯টার দিকে তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন অর্ণব। ওই সময় ৪ থেকে ৫ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।