সংবাদ শিরোনাম ::
বললেন জামায়াত আমির
গণমাধ্যমের ওপর নির্যাতন চালিয়েছে ফ্যাসিবাদী সরকার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:১১:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার পুরো জাতির উপর যেভাবে তাণ্ডব চালিয়েছিল, একইভাবে গণমাধ্যমের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছিলো।
সোমবার (২০ জানুয়ারি) দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, স্বাধীনতার পর যেভাবে গণমাধ্যমের ওপর কালো ছায়া নেমে এসেছিল, একইভাবে গণমাধ্যমের উপর তাণ্ডব চলেছে গত ১৫ বছর। অত্যাচার নির্যাতন করা হয়েছে অসংখ্য সাংবাদিক নেতা ও গণমাধ্যম কর্মীদের উপর।
গণমাধ্যমকে সত্য প্রকাশে সাহসী ভূমিকা রাখার আহবান জানিয়ে তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গণমাধ্যমকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।