আবদুস সোবহান গোলাপের সম্পদ ক্রোকের নির্দেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ এবং তাঁর পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৯ জানুয়ারি) এ আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন।
দুদকের তথ্য অনুযায়ী, আবদুস সোবহান গোলাপ, তাঁর স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া এবং মেয়ে আনিশা গোলাপ মিয়ার নামে মিরপুরে একটি পাঁচতলা বাড়ি এবং যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পত্তি রয়েছে, যার মধ্যে ৮টি সিঙ্গেল রেসিডেনসিয়াল কন্ডো ইউনিট এবং ১টি ডুয়েল ফ্যামিলি ইউনিট রয়েছে। এছাড়া, তাঁদের ৫৩টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক আরও জানায়, আবদুস সোবহান গোলাপ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার এবং সম্পত্তি কেনার অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। গত ২ অক্টোবর আদালত তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। তিনি বর্তমানে গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন।
অপরদিকে, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ব্যাংক হিসাবেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দুদক জানায়, জিল্লুল হাকিম, তাঁর স্ত্রী সাঈদা হাকিম এবং ছেলে আশিক মাহমুদের ব্যাংক হিসাবের মধ্যে প্রায় ১৪ কোটি ২৫ লাখ টাকা জমা রয়েছে। জিল্লুল হাকিমের ১৯টি ব্যাংক হিসাবের মধ্যে ১২ কোটি ৩৬ লাখ টাকা, সাঈদা হাকিমের ৬টি ব্যাংক হিসাবের মধ্যে ১ কোটি ২৫ লাখ টাকা, এবং আশিক মাহমুদের এক ব্যাংক হিসাবের মধ্যে ২ লাখ ৭০ হাজার টাকা রয়েছে। এর ভিত্তিতে আদালত তাঁদের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।