হবিগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি,র) বিশেষ অভিযানে শহরের চিহ্নিত মাদক কারবারীকে ইয়াবা সহ আটক করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বেলা ৩ টার দিকে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) এসআই রিপন সিংহ ও এএসআই ইকবাল হোসেন এবং এএসআই শাহ জালালের নেতৃত্বে সঙ্গীয় সহ গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে জেলার সদর উপজেলা পরিষদের গেটের বিপরীতে সালেহ আহমদ গংয়ের দ্বিতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলার সর্ব দক্ষিণ কক্ষের করিডোর থেকে ইয়াবা বিক্রি করার সময় ১শত পিস ইয়াবাসহ হাতেনাতে মাদক কারবারি কামাল খানকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
গ্রেফতারকৃত মো: কামাল খান(৪০) হবিগঞ্জ জেলার সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত আলাউদ্দিন খানের ছেলে।
ডিবি পুলিশের ওসি নন্দন কান্তি ধর জানান, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।